নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রাঙামাটির কাঊখালী ও রাজস্থলী উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থীদের মনোনয় চুড়ান্ত করা হয়েছে। তবে কাউখালী উপজেলার ৪টি ইউনিয়ের মধ্যে কলমপতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ক্যাজাই মারমাকে পুনরায় মনোনয়ন দিলেও বাকী ৩টিতে পরিবর্তন এনে নবীন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এবার কাউখালী ইউপি নির্বাচনে কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় কলমপতি ও বেতবুনিয়া ইউনিয়নে অনেকটা এগিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা । ইতিমধ্যে নির্বাচনের সহিংসতায় কাপ্তাই এক ইউপি চেয়ারম্যান ও দলীয় কোন্দলে ইউপি সদস্য নিহত হয়েছে । ইউপি সদস্য হত্যার অভিযোগে ৭ জনকে পুলিশ আটক করলেও ইউপি চেয়ারম্যান নেথোয়াই মার্মা হত্যার বিষয়ে কেউ আটক হয়নি বলে জানাগেছে।
রাঙামাটির দুটি উপজেলা কাউখালী ও রাজস্থলী উপজেলারর ৭টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কাউখালী উপজেলার ৪টি ইউনিয়ন হল কলমপতি, ঘাগড়া, বেতবুনিয়া ও ফটিকছড়ি। রাজস্থলী উপজেলার মধ্যে ৩টি ইউনিয়ন হল গাইন্ধ্যা, ঘিলাছড়ি ও বাঙালহালিয়া।
এসব নির্বাচনে কাউখালী উপজেলায় আওয়ামীলীগ থেকে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন কলমপতি ইউনিয়ন থেকে চার বারের নির্বাচিত চেয়ারম্যান ক্যাজাই মারমা, ঘাগড়া ইউনিয়নে নাজিম উদ্দীন, বেতবুনিয়া অংক্যজ চৌধুরী ও ফটিকছড়ি লাথোয় মারমা।
কাউখালী উপজেলার দুটি ইউনিয়ন ঘাগড়া ও ফটিকছড়ি ইউনিয়নে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলের প্রার্থী থাকায় তীব্র প্রতিদ্বন্ধিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আঞ্চলিক দলের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন তারা হলেন ঘাগড়া ইউনিয়ন থেকে সুভাষ চাকমা ও শান্তি মনি চাকমা। ফটিকছড়ি ইউনিয়ন থেকে আঞ্চলিক দলের সমর্থনে উষাতন চাকমা মনোনয়ন নেওয়ার কথা রয়েছে। তবে ঘাগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জগদিশ চাকমা কয়েক দিন পরে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।
অপরদিকে, রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন তারা হলেন গাইন্ধ্যা ইউনিয়নে ফুজিং মারমা, ঘিলাছড়ি ইউনিনের রার্ট ত্রিপুরা ও বাঙালহালিয়া ইউনিয়নে আদো মং মারমা।
কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদোহা চৌধুরী বলেন, চারটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১৯ জন দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৪টি উনিয়নটি থেকে ৪জন চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন দেওয়া এসব ইউনিয়ন থেকে দলীয় প্রার্থীরা শতভাগ জয়ী হবে বলে আশাবাদী।
উল্লেখ্য, কাউখালী উপজেলার ৪টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৪৬ হাজার ৩৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৭৮৯ জন এবং মহিলা ২২ হাজার ৬০১জন। এসব ইউনিয়নে মোট ওয়ার্ড রয়েছে ৩৬টি।