নিজস্ব প্রতিনিধি :রাঙামাটিতে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ.ই. এম. ইসমাইল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. ইব্রাহীম (৪৩) যশোর জেলার বারন্দির পাড়ার (লিচু তলা) বাসিন্দা। ২০১১ সালের এই মামলার রায় হয়েছে ১২ বছর পর। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ জুন ২০১১ সালে আসামি মো. ইব্রাহিম ১৩ বছর বয়সী ৭ম শ্রেনির এক স্কুল পড়ুয়া শিশুকে রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের এক খামার বাড়ি হতে জোরপূর্বক মুখ চেপে ধরে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী কলা বাগান নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। ওই সময় ভিকটিমকে চিৎকার শুনে আশেপাশের মানুষ এগ্রিয়ে আসলে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। পরে ভিকটিমকে পিতা লংগদু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ৯ (১) ধারায় অভিযোগ দায়ের করেন। এই মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ড ছাড়াও শিশুটির পরিবারকে ৯০ দিনের মধ্যে ১ লাখ ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ট্রাইব্যানালের বিশেষ পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, আদালতে রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি এবং এই রায়ের মাধ্যমে সমাজে নারী জনিত অপরাধ কমে আসবে।