রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি কাউখালীতে এক নারীসহ চার ইটভাটার শ্রমিককে আটকে রেখে মারধর ও চাঁদা আদায়ের অভিযোগে ইটভাটা মালিককে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে কাউখালী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে কাউখালীর তারাবুনিয়া কে এম বি ইটভাটার মালিক ফারুক মিয়াকে আটক করা হয়।
আটককৃত ফারুকমিয়া রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের জঙ্গলবগাবিলী এলাকার মৃত শামসুল হকের ছেলে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ শহিদউল্ল্যা পিপিএম জানান, তারাবুনিয়া কেএমবি ইটভাটায় এক নারীসহ চার শ্রমিককে ১৫ দিন যাবত আটকে রেখে মারধর ও চাঁদা আদায় করছে এমন অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে চার শ্রমিককে উদ্ধার করা হয়। সকালে উদ্ধারকৃতদের দায়ের করা মামলায় দ্রুত অভিযান চালিয়ে আসামী ইটভাটার মালিক ফারুক মিয়াকে আটক করা হয়। আটকৃত ফারুক মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলা আছে বলেও জানান তিনি।
### চৌধুরী হারুনুর রশীদ রাঙামাটি ।