চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি : রাঙামাটি জুডিসিয়াল আদালতের কর্মচারী ঘুষ গ্রহনকালে ম্যাজিস্ট্রেট কর্তৃক ধৃত।রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহায়ক মো: জামাল হোসেন এর বিরুদ্ধে অভিযোগ করেন নিশাত নেওয়াজ (সুমি) পিতা: আবু আলম মাতা:আছিয়া বেগম সাং বালুখালী গ্রাম:সাপমারা পাহাড় ৬নং বালুখালী ইউনিয়ন রাঙামাটি সদর পার্বত্য জেলা।
আদালত সুত্রে জানাগেছে, অদ্য বিকাল সাড়ে তিন ঘটিকার সময় আদালত ভবনের প্রবেশ পথে সিড়ির সামনে বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ ও প্রবাল চক্রবর্তী বিজ্ঞ আইনজীবি আব্দুল গাফফার মুন্না,প্রসেস সার্ভার ফজলুল করিম অফিস সহায়ক তুহিন খীসা এবং পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত অফিস সহায়ক জামাল হোসেনকে আটক করা হয় ।
রাঙামাটি কোতায়ালী থানার সাব ইন্সপেক্টও মোহাম্মদ ওসমান গনি কর্তৃক তালিকা মুলে জব্দ করা হয়।
অভিযোগকারী নিশাত নেওয়াজ (সুমি) এর বক্তব্য মতে জব্দকৃত আলামতের মধ্যে তিনটি পাচশত টাকার নোট রয়েছে যা সে জামালকে দিয়েছিল।অভিযোগকারী আরো উল্লেখ করেন যে,সুমির আত্বীয় স্বজনকে জামিন করিয়ে দিবে মর্মে আশ্বাস প্রদান করে অফিস সহায়ক জামাল হোসেন ইতিপুর্বে তার ভাই আবু হাসান সোহেল এর নিকট থেকে একত্রিশ হাজার পাচশত টাকা এবং তার নিকট থেকে তিন হাজার পাচশত টাকা ঘুষ গ্রহন করেছে।
অভিযুক্ত অফিস সহায়ক জামাল হোসেন এ.এন.এম.মোরশেদ খান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদে স্বীকার কওে যে,সে ইতিপুর্বে অভিযোগকারীর ভাই সোহেল এর নিকট হতে বিশ হাজার টাকা এবং অদ্য অভিযোগকারী সুমির নিকট হতে একহাজার পাচশত টাকা গ্রহন করেছে ।
অফিস সহায়ক জামাল হোসেন এর বিরুদ্ধে উক্তরুপ কার্যাদি সার্ভিস রুলস পরিপন্থী এবং ফৌজদারী অপরাধ । অভিযুক্ত এর বিরুদ্ধে আনীত ফৌজদারী অপরাধ বর্তমানে দুর্নীতি দমন কমিশন আইনের সিডিউলভুক্ত হওয়ায় তদবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশনের সমন্নিত কার্য্যলয় রাঙামাটি জেলাকে দুদক কর্তৃক পদক্ষেপ গ্রহনের পুর্বে আটককৃত ব্যক্তির আইনানুগ হেফাজত নিশ্চিত করনের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ কোতয়ালী থানা রাঙামাটি জেলাকে বলা হয়েছে ।
এদিকে অফিস সহায়ক দেবাশীষ দক্ত জানান,আটক অফিস সহায়ক জামাল হোসেন এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ।
অভিযোগকারী নিশাত নেওয়াজ(সুমি) ঘটনার সর্ম্পকে প্রতিবেদক মুঠোফোন যোগাযোগ করে নিশ্চিত হয়। বর্তমানে আটক ব্যক্তি থানা হাজতে কাল আদালতে আবার হাজির করা হবে বলে আদালত সুত্রে জানা গেছে।