নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জুডিসিয়াল আদালতে বিভিন্ন থানা ও মাদকদ্রব্য অফিসের উদ্ধাকৃত মাদক ধ্বংস করা হয়েছে । ২২ ফেব্রয়ারী বুধবার ১২ ঘটিকায় আদালত ভবনের পিছনে বিভিন্ন মামলায় উদ্ধারকৃত বিপুল পরিমান মাদক ধ্বংস করা হয়েছে।
রাঙামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ জামসেদ আলম উপস্থিততে জিআরও মোঃ আসদুজ্জমান কোতয়ালী,কাউখালী,লংগদু, চন্দ্র ঘোনা ,রাজস্থলী মদ ১০৮৭ লিটার,ইয়াবা ১৯৯ পিছ,গাজা ২ /১০০ কেজি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের উদ্ধারকৃত মদ৪৩৯ লিটার ইয়াবা ৯৬ টি মনিরুজ্জামান এসআই ,মিরাজ হোসেন আবু বক্কর ও জিন্নাত আলী উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়। শহরে একটি দোকানে স্প্রীট বিক্রি লাইসেন্স না থাকায় ২২৮ লিটার (দুই ড্রাম) স্প্রীট নিলামে বিক্রি করার নির্দেশ দেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জামসেদ আলম। মাদকদ্রব্য জব্দ তালিকার সাথে মিল রেখে তালিকা করে আদালতে প্রেরণ করার নির্দেশ দেন মাদকদ্রক ষ্টাফদের ।
ভবিষ্যতে মাদ্কদ্রব্য কর্মচারীদের এই বিষয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে বলে জানান।