রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলার নবাগত পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসনের সাথে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । ৫ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশের পিকনিক স্পষ্ট পলয়েল এ কেন্টিনে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে তুলে ধরেন ।
অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দীন চৌধুরী ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ছুফি উল্লাহ ও সদর সার্কেল তাপস রঞ্জন পাল বক্তব্য রাখেন । সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক ফজলে এলাহী ,সুনীল কান্তি দে, এ কে এম মকছুদ আহম্মেদ ,সাখাওয়াত হোসেন রুবেল ও আনোরুল হক ।
নবাগত পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসন সাংবাদিক ফজলে এলাহীর এক প্রশ্নের উত্তরে বলেন,আমরা চেষ্টা করবো অচিরে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পলওয়েল প্রবেশমুল্য ফ্রি করতে পজেটিভ চেষ্টা করবো । রাঙামাটিতে মাদকমুক্ত করতে যা যা করতে সবই করবো । মাদকসেবী ও বিক্রেতাদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আসতে হবে । যে কোন প্রয়োজনে মিডিয়ার সব সময় কথা বলবো । তিনি বলেন ,মিডিয়ার সামনে কথা বলার আমার পুর্ব অভিজ্ঞতা রয়েছে ।
## চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।