রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের পাকুইজ্জাছড়ি এলাকায় জেএসএস(সন্তু) দলের গুলিতে রতন প্রিয় ওরফে ধিমান চাকমা (৩৫) নামে জেএসএস(সংস্কার) দলের একজন নিহত হয়েছেন। সে পাকুইজ্জাছড়ি এলাকার বোদ্ধ মঙ্গল চাকমার ছেলে। রবিবার রাত ২ ঘটিকায় নিজ বাড়ীতে রতন প্রিয় ধিমান চাকমাকে উদ্দেশ্য করে প্রায় ৩৫/৪০ রাউন্ড গুলিবিবর্ষন করে সন্ত্রাসীরা এতে ঘটনা স্থলেই ধিমান চাকমা মারা যায়।
জানা যায় নিহত রতন চাকমা ধিমান নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চারমার বডিগার্ড গতকাল সন্ধায় ছুটিতে বাড়ী এসেছিলেন । বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদরে প্রেরন করে । এই ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে, বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালাচ্ছে। বাঘাইছড়ি উপজেলায় গত দুই বছরে এধরনের সন্ত্রাসী হামলায় প্রায় ১৫ জন নিহতের ঘটনা ঘটে। মামলা হলেও দূর্গম অঞ্চল হওয়ায় মূলহোতারা ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায়। এই ঘটনার জন্য জন্য জেএসএস সন্তু দলকে দায়ী করেছে পরিবার।
এই ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে । উল্লেখ্য ,শান্তি চুক্তির ২৩ বর্ষপুর্তির পরদিন সংঘাতে নানিয়াচরে ১জন নিহত হয় । পাহাড়ে তিন বছরে আজ পর্যন্ত ১২১ জন নিহত হয়েছে ।
চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।