রাঙ্গামাটি প্রতিনিধি:রাঙামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কাজী মুহাম্মদ জসিম উদ্দীন(বাবুল) চট্টগ্রাম মেডিকেল হাসাপতালে রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেন “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন” । মৃত্যুকালে দুই ছেলে এক কন্যা পরিবার নিয়ে রাঙামাটি কাঠালতলীতে ভাড়া বাসায় থাকতেন।তার মুত্যুতে জেলা আওয়ামীলীগের অংগ সংঘটন শোকবার্তা জানিয়েছেন।
২১ ঁজুলাই সকাল ১০টায় রাঙামাটি বায়তুল শরফ মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয় । দ্বিতীয় জানাযা আনোয়ারা থানার মাহাতা গ্রামের কাজি বাড়ীর পারিববারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম কাজি মুহাম্মদ জসিম উদ্দীন (বাবুল) রাঙামাটির স্বনামধন্য জসিম বেকারী নামীয় জনপ্রিয় ছিলেন । সেই সুবাধে আশি দশকের আগে রাজনীতিতে জড়িয়ে পড়েন। সিনিয়ার এই নেতা চট্টগ্রামের আনোয়ারা থানার মাহাতা কাজী বাড়ীর মরহুম আবদুল হক মুন্সীর চার ছেলের মধ্যে সবার ছোট ।
রাঙামাটি রিজার্ভ বাজার মরহুম ছৈয়দ সওদাগর সুবাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ছিলেন । বর্তমানে কোন ব্যবসা প্রতিষ্ঠান ছিল না । ছোট ঠিকাদারী ব্যবসা করে পরিবার ভরণপোষন করতেন। উনার ভাগিনা ছৈয়দ সওদাগর ছেলে কাজী হুমায়ন ও খোকন বলেন ,আমার ছোট মামা কাজি জসিম উদ্দীন(বাবুল) আশি দশের আগে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত অথচ দল চার বার ক্ষমতায় ছিল কিছুতো করে নাই,।
২০ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর আগে আশংকাজনক অবস্থায় সংবাদ রাঙামাটি পৌছানোর পর কেএম জসিম উদ্দীন (বাবুল)কে কেউ দেখতে যায়নি। এসব কারণে পরিবার ও আক্তীয় স্বজন সকলে বেশী কষ্ট পেয়েছে ।