রাঙ্গামাটি প্রতিনিধি:করোনার কাছে হেরে গেলেন রাঙামাটি জেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সদর উপজেলার ৬নং বালুখালি ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান মায়াধন চাকমা ।
করোনা কালে অনেক মানুষকে ব্যক্তি তাগিদে সচেতন করেছেন। পাহাড়ি বিভিন্ন গ্রাম থেকে সদরে আসা লোক জনের মুখে মাস্ক না দেখলে তাদের নিজের টাকায় মাস্ক কিনে দিয়েছেন।
তিনি দীর্ঘ ধরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছে। তার মৃত্যুতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দীন চৌধুরী ও রাঙামাটি ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন শোকবার্তা পাঠিয়েছেন। উভয়ে শোকার্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।
ইউপি চেয়ারম্যান থাকা কালে তার ইউনিয়ন থেকে কেও অসুস্থ হয়ে সদরে আসলে রাত দুপুরেও তিনি সে লোককে হাসপাতালে পাঠানো হয়
যাবতীয় ব্যবস্থা নিতেন। নারী নির্যাতনের বিরুদ্ধে তার অবস্থান ছিল খুবই শক্ত।শুক্রবার রাত ৯টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান ।