রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাথে সৌজন্য সাক্ষাত করেন নবগঠিত রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাথে পৃথক পৃথক সৌজন্য কক্ষে এ স্বাক্ষাত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় রাঙামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানান, পেশাদার সাংবাদিকদের সাথে পাশে থাকবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ।প্রেসক্লাবের নেতৃবৃন্দেও আগেও সহযোগীতা কওে আসছে আগামীকে সহযোগিতা করার অনুরোধ জানান ।
স্বাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন এ প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে। দেশের মুল ধারার সব গণমাধ্যমগুলো এ প্রেসক্লাবের সাথে যুক্ত হয়েছেন। রুবেল আনোয়ারদের নিয়ে তথাগঠিত প্রেসক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে না। এরা একটি বিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে। এখানে কোন পেশাদার সাংবাদিক নেই। এসময় তথাগঠিত সে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের অবস্থান নিয়েও জেলা প্রশাসককে অবহিত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন তথাগঠিত সেই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাতে মুখপত্র দৈনিক সংগ্রামের প্রতিনিধিত্ব করে। এদের সাথে হাত মিলিয়েছে সাখাওয়াত হোসেন রুবেল। এদের হাতে কোন গণমাধ্যম নেই।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা,সহ সভাপতি চৌধুরী হারুনুর রশীদ, মিল্টন বড়–য়া, কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শান্তিময় চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা, অর্থ সম্পাদক এম কামাল উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমু, সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
##চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।