রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলা প্রশাসককর্তৃক “বঙ্গবন্ধু” বৃত্তি ও অনলাইনে স্থায়ী সনদ প্রদান অনুষ্টানের আয়োজন করেছেন জেলা প্রশাসন । সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসনের কার্য্যলয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি ।
রাঙামাটি জেলার স্থায়ী বাসিন্দা,মেধাবী,অসচ্ছল ও পশ্চাৎপদ ছাত্র-ছাত্রীদের নিকট আবেদন গ্রহন করা হয় ১৯৪৮টি তৎমধ্যে বাছাইকৃত আবেদন সংখ্যা ১৪১৮টি ,আবেদনের সংখ্যা ৫৩০টি এবং চুড়ান্ত আবেদন ১৮৩টি নির্বাচন করা হয় । স্ব স্ব প্রতিষ্ঠান হতে সংগ্রহ করা আবেদন যথাযথ পুরুনপুর্বক স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ১৮৩ জনকে নির্বাচিত করা হয় ।
রাঙামাটি সদর বিভিন্ন বিদ্যালয়ে ৬ষ্ট হতে ৮ম শ্রেণীর ১১ জনকে ২ হাজার টাকা ৯ম-১০ম শ্রেণী ১১জনকে ৩ হাজার টাকা ও একাদশ-¯œাতক ১০ জনকে ৩ হাজার টাকা , কাপ্তাই উপজেলায় ৬ষ্ট-৮ম শ্রেণী ৬ জনকে ২ হাজার টাকা, ৯ম-১০ম শ্রেণী ২জনকে ২হাজার ৫শত টাকা, একাদশ- ¯œাতক ১২ জনকে ৩হাজার টাকা । এইভাবে কাউখালীতে ১৮জন,রাজস্থলী ১৮ জন বরকল ২০ জন জুরাছড়ি ১৮ জন নানিয়াচর ১৮জন ও বাঘাইছড়ি ১৮ জন মোট ১৮৩ জনকে একাদশ-¯œাতক ৭৪ জনকে ৪ লক্ষ ৬৫ হাজার টাকা বঙ্গবন্ধু বৃত্তি প্রদান করা হয়।
জেলা প্রশাসক এ কেএম মামুনুর রশিদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) মো.মামুন .এডিসি রেভিনিউ শিল্পীরানী রায় ও অন্যন্যা সহকারী কমিশনারবৃন্ধ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং নবগঠিত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেব নাথ সহ-সভাপতি চৌধুরী ,আলমগীর মানিক প্রমুখ ।
##চৌধুরী হারুনুর রশীদ ,রাঙামাটি ৩১ জানুয়ারী ।