রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি দায়রা জজ আদালতে এক অস্ত্র মামলায় ছিদ্দিক মিয়া পোদদার ও দুই মংকাইনু মারমাকে ২৭ বছর কারাদন্ড দিয়েছে। রাঙামাটি দায়রা জজ আদালতে বৃহস্পতিবার ৪ ফেব্রয়ারী ২০২১ এই রায় প্রদান করেন জজ মো. নুরুল ইসলাম । নানিয়াচর থানায় মামলাটি করা হয়। বর্তমানে আসামীরা জেল হাজতে আছে আসামীরা ।
রাঙামাটি জজকোর্টের পিপি রফিকুল ইসলাম জানায়,নানিয়াচর থানার অস্ত্র মামলায় দুইজনের ২৭ কারাদন্ড দিয়েছে। পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারে কঠোর নির্দেশনা রয়েছে । এই অস্ত্র মামলার রায় মাইলফলক হিসাবে কাজ করবে।
চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি ।