প্রত্যয় ডেস্ক, রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচর উপজেলায় এক প্রতিবন্ধী পঙ্গু মেয়েকে ধর্ষণের অভিযোগ (৮৫) বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃদ্ধার নাম হারুন অর রশিদ বলে জানা গেছে । রবিবার নানিয়ারচরে বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধর্ষিতা মেয়ের মা থানায় অভিযোগ করলে বৃদ্ধকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। রাঙামাটি সদর সার্কেল এ এস পি তাপস রঞ্জন ঘোষ জানান, ইতিপূর্বেও এ বৃদ্ধের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশে প্রতিবন্ধী মেয়ের ভাষা বোঝার জন্য আজ সোমবার প্রতিবন্ধী স্কুলের শিক্ষকের সহায়তা নেয়া হবে। পরবর্তীতে আদালত তার আইনী সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।
রিপোর্টঃ চৌধুরী হারুনর রশিদ