রাঙামাটি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন হয়েছে। দৈনিক যুগান্তরের সুশীল প্রসাদ চাকমাকে সভাপতি করে শনিবার দুপুরে কোর্ট বিল্ডিং এলাকায় সংবাদ সম্মেলনে ২৫ সদস্যর কমিটি ঘোষণা হয়।
নতুন কমিটির সাধারণ সম্পাদক বাংলা ভিশন ও ভোরের কাগজের নন্দন দেবনাথ এবং সাংগঠনিক সম্পাদক চ্যানেল টুয়েন্টি ফোরের জিয়াউল হক জিয়া।
সভাপতি সুশীল প্রসাদ চাকমা জানান, জেলার ৩৮ জন পেশাদার সাংবাদিকদের নিয়ে ২৫ জনের কার্যকরি কমিটি গঠন হয়েছে।
‘নতুন কমিটি রাঙামাটির প্রকৃত পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে। তারা যেন স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে সে জন্য সবার সহযোগীতা কামনা করছি।’
নতুন কমিটির সদস্যরা হলেন, সুশীল প্রসাদ চাকমা (সভাপতি), ফজলুর রহমান রাজন (সহ-সভাপতি), মিলটন বড়ুয়া (সহ-সভাপতি), কামাল উদ্দিন (সহ-সভাপতি), চৌধুরী হারুনুর রশিদ (সহ-সভাপতি), নন্দন দেবনাথ (সাধারণ সম্পাদক), জিয়াউল হক জিয়া (যুগ্ম সম্পাদক), সৈকত রঞ্জন চৌধুরী (যুগ্ম সম্পাদক), শান্তিময় চাকমা (যুগ্ম সম্পাদক), মো.সোলেয়মান (যুগ্ম সম্পাদক), হিমেল চাকমা (তথ্য ও প্রচার সম্পাদক), বিজয় ধর (দপ্তর সম্পাদক), জিয়াউর রহমান জিয়া (সহ-দপ্তর সম্পাদক), এম নাজিম উদ্দিন (শিক্ষা ও কল্যাণ সম্পাদক), ইয়াসিন রানা সোহেল (আইন বিষয়ক সম্পাদক), আলমগীর মানিক (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), হেফাজত-উল বারী সবুজ (পরিবেশ বিষয়ক সম্পাদক), মিলটন বাহাদুর (সমাজকল্যাণ সম্পাদক), ফাতেমা জান্নাত মুমু (নারী বিষয়ক সম্পাদক), এম কামাল উদ্দিন (কোষাধ্যক্ষ)।
নির্বাহী সদস্যরা হলেন, সত্রং চাকমা, সাধন বিকাশ চাকমা, উচিংসা রাখাইন কায়েস, বিহারী চাকমা এবং নুরুল আমিন মানিক।
চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি।