রাঙামাটি প্রতিনিধি : সকালে রাঙামাটি সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নে রঙচঙ্যা ক্লাবের আয়োজনে ৪৯তম মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে অনূর্ধ ১৪ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার দেশের অন্যান্য জেলার ন্যায় রাঙামাটি জেলার অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কৃষিসহ সকল বিষয়ে উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, মানুষের মত মানুষ হয়ে টিকে থাকার একমাত্র পথ হলো শিক্ষা। এর পাশাপাশি খেলাধুলা, গান-বাজনা একজন মানুষকে সামাজিক এবং সাংস্কৃতিকভাবে আদর্শবান সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।অনুষ্ঠানের পরে তিনি ভার্বোচাব বন বিহার ও বন্দুক ভাংগা উচ্চ বিদ্যালয় পরির্দশন করেন।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা,নবাগত সদস্য সবির চাকমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, বন্দুকভাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অটন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য যে- ১৪ ডিসেম্বর সাড়ে ১০টায় রাঙামাটি পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে পরিষদের মনোনীত চেয়ারম্যান ও সদস্যদের ক্ষমতা হস্তান্তর করা হবে ।
##
চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি ১৩ ডিসেম্বর ২০২০ইং