রাঙামাটি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ)” উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে অদ্য ০৯ ডিসেম্বর ২০২০ সকাল ১১ ঘটিকায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সাংসদ দীপংকর তালুকদার নব নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল এর ফলক উন্মোচন করেন। এরপর সাংসদ ও উপাচার্য বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, পিএসসি, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার জনাব অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জনাব জুয়েল সিকদার, অন্যান্য বিভাগীয় প্রধানগন, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এরপর সংসদ সদস্য এবং অন্যান্য অতিথিবৃন্দ উপাচার্য মহোদয় এর নেতৃত্বে রাবিপ্রবি কর্তৃক নির্মিত রাবিপ্রবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শন করেন।
## চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।