রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদু ভাসান্যাদম বড় আয়ুব আলী মেম্বার ভিটায় হ্রদের পাশে নবজাতক হাতির শাবক জন্ম নিরাপদে বনে ফিরতে সহযোগিতা করেছে বনবিভাগ ও স্থানীয় জনগণ।
এই বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা অজিত কুমার রুদ্র বলেন, অতি শীঘ্রই বন ও হাতির উপদ্রব নিরসনে করণীয় বিষয়ে ওপর স্থানীয় জনগণকে নিয়ে একটি প্রশিক্ষনের আয়োজন করবে বনবিভাগ।
কাচালং বিট কর্মকর্তা প্রতিবেদকে জানায়, লংগদু উপজেলা রাঙামাটিতে ১৬ নং খাগড়াছড়ি মৌজার ,বড়মাঠ নামক স্থানে জঙ্গল থেকে হাতি লোকালয়ে আসার পথে ছড়ার উপরে বাচ্চা দেয়। স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান, মেম্বার, সংবাদকর্মী,গন্যমান্য ব্যক্তির সার্বিক সহযোগিতা প্রদান করায়,বাচ্চা সহ মা হাতিটিকে সুস্থ সবল অবস্থায় নিরাপদে আবাসস্থলে যেতে পেরেছে বনবিভাগের হাসান আল তারিক।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা অজিত কুমার রুদ্র প্রতিবেদককে বলেন,বৃহস্পতিবার বিকাল ৭টার দিকে হাতির বাচ্ছাটি প্রসব করে কাচলং হ্রদের পাশে ১৬ নং খাগড়াছড়ি বড় মাঠ আয়ুব আলী মেম্বার ভিটায়। খবর পেয়ে কাচালং ষ্টেশন বিট কর্মচারী ও পাবলাখালী রাংঙ্গীপাড়া বিটের বনকর্মীসহ স্থানীয়দের সহযোগিতায় হাতির পালকে উপদ্রব করতে না পারে সে জন্য এলাকাবসীকে উদ্ভুদ্ধ করেন। বনকর্মীরা সারা রাত ঐ স্থানে পাহাড়ে দেয়। পরের দিন শুক্রবার সকালে হাতির পালকে ঐ স্থানে আর দেখা যায়নি। নবাগত বাচ্ছাসহ শেষ রাতে নিরাপদে গভীর জঙ্গলে ডুকে যায়। ডিএফও আরো বলেন,অতি শীঘ্রই বন ও হাতির উপদ্রব নিরসনে করণীয় বিষয়ে ওপর একটি প্রশিক্ষনের আয়োজন করবে বনবিভাগ।
##চৌধুরী হারুনুর রশীদ ২১ মার্চ ২০২১।