রাঙামাটি প্রতিনিধি : ৯ ফেব্রয়ারী মঙ্গলবার ২০২১।
রাঙামাটি শহরে পুলিশের পিকাপে দোকানে ক্ষতিসাধন ও পাগলের মৃত্যু হয়েছে । মঙ্গল ভোর ৬টায় কাঠাতলী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাকিম এন্ড সন্স এই দুঘটনা ঘটে। চট্টগ্রাম রাঙামাটি সড়কে পুলিশের পিকাপটি দোকানের ওপর উঠিয়ে দেয় । ফলে হাকিম এন্ড সন্স দোকানের সামনের লোহার গ্রীলটি সম্পুর্ণ ভেঙ্গে যায় ।
হাকিম এন্ড সন্স ব্যবস্থাপনা পরিচালক জানে আলম জানায়,ফজরে নামাজের পরে ভোট ৬টার দিকে পুর্ব দিক থেকে পিকাপটি দ্রুত গতিতে এসে দোকানে উঠিয়ে দেয়। এতে ফুটপাত ভেঙ্গে আমার দোকানের ব্যাপক ক্ষতি সাধন করে । ক্ষতিগ্রস্ত সস্কাকারে কিছু টাকা দিয়ে গেছে পুলিশ।
এই বিষয়ে এএসপি সার্কেল তাপস রঞ্জন ঘোষ জানান,মুল ঘটনা উদঘাটনে কমিটি গঠন করা হচ্ছে ,কমিটির রির্পোটের পর এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে ।
উল্লেখ্য -পুলিশের পিকাপ চালক বেপোরোয়া গাড়ী চালনার কারণে এই ধরনের ঘটনা প্রায় সময় ঘটে বলে অভিযোগ উঠেছে । তার আগে একজন পথচারী ও সিএনজি ড্রাইবার পিকাপের আঘাতে মৃত্যু হয় ।
##
চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি।