রাঙামাটি প্রতিনিধি : নির্মাণর ২৪ বছর পর উদ্বাধন হল রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যায়ে কলেজের ৫৬ শয্যার ছাত্রী হোষ্টেল। একই সাথে ৫তলা বিশিষ্ট একাডেমিক কাম-এক্সামিনশন ভবন উদ্বাধন এবং আরও একটি নতুন ৫তলা বিশিষ্ট ছাত্রী হোষ্টেল ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি সরকারি কলেজ মাঠ এই ফলক উন্মাচন করা হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন রাঙামাটি সরকারি কলজর অধ্যক্ষ প্রফসর মো.মঈনউদ্দিন। খাদ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী
দীপংকর তালুকদার এমপি উদ্ভোধনের কথা ছিল । উনার বড় বোন রাঙামাটি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ নমিতা রবিবার ভোর সাড়ে ৫টায় ইহকাল ত্যাগ করায় এমপির প্রতিনিধি হিসাবে রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তোছাদ্দেক কবির ।
এইসময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফসর তুষার কাÍন্ত বড়য়া, শিক্ষক পরিষদর সাধারণ সম্পাদক সহযাগী অধ্যপক মা. ইব্রাহিম খলিল, রাঙামাটি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরর সহকারী প্রকৌশলী মৃদুময় চাকমা ও সুমন চাকমা প্রমুখ।
উদ্ভোধনী সভায় বক্তারা বলেন, রাঙামাটি সরকারি কলজ ভবন সংকটর কারণ দীর্ঘদিন ধর শিক্ষার্থীদর নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কষ্টকর হয়ে পড়েছে, এই নতুন একাডমি ভবন নির্মাণর মাধ্যম সমস্যা সমাধান হল। একই সাথ দুর্গম এলাকা থক আসা ছাত্রীদর আবাসন সমস্যা সমাধানর জন্য পুরনা ছাত্রী হাস্টালটি উদ্বাধন করায় এবং নতুন আরও একটি ১৩২ শয্যার ছাত্রী হাস্টল নিমাণ কার্যক্রম শুরু হওয়ায় ছাত্রীদর আবাসন সমস্যা সমাধান হব বল আমরা আশা করছি। আর এই মাধ্যমই প্রমাণ হয় সরকার পার্বত্যাঞ্চলর শিক্ষা প্রসার আÍরিক।
রাঙামাটি শিক্ষা ও প্রকশল অধিদপ্তর ৫কাটি ৮লক্ষ টাকা ব্যয় ৫তলা বিশিষ্ট একাডমিক কাম এক্সামিনশন ভবন নির্মাণ শষ কর এবং ৪ কাটি ৪৭লক্ষ টাকা ব্যয় ৫তলা ১৩২ শয্যা বিশিষ্ট ছাত্রী হাস্টল নির্মাণ কাজ শুরু করেছে ।
##চৌধুরী হারুনুর রশীদ রাঙামাটি।