বীর সন্তানদের জন্ম না হলে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী নয় বাঙ্গালী জনগোষ্ঠী স্বাধীন ভাবে বাঁচার অধিকারও পেতো না—– অংসুই প্রু চৌধুরী
॥ রাঙ্গামাটি বাংলাদেশ ॥
বীর সন্তানদের জন্ম না হলে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী নয় বাঙ্গালী জনগোষ্ঠী স্বাধীন ভাবে বাঁচার অধিকারও পেতো না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। তিনি বলেন, জাতির জনকের ডাকে বীর মুক্তিযোদ্ধারা সাহকিতার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে আমাদের সকলকে শপথ নিতে হবে দেশও জাতির ক্রান্তি লগ্নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবো।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অংসুই প্রু চৌধুরী এই কথা বলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মোঃ আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকবাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জাতির সূর্য্য সন্তাদের সম্মান জানাতে পেরে আজ আমার কর্মজীবন স্বার্থক হয়েছে। স্বাধীনতা সূবর্ণ জয়ন্তীতে আমাদেরকে আবারো শপথ নিতে হবে স্বাধীন এই বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির গর্ব। তাদের সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব ও কতর্ব্য।
পরে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে শহীদ মুক্তিসেযাদ্ধা পরিবারের হাতে ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন। এছাড়া রাঙ্গামাটি জেলার বীর মুক্তিযোদ্ধাদের হাতে ও ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিরা।
# চৌধুরী হারুনুর রশীদ.রাঙামাটি -২৬ /৩/২০২১
আরও পড়ুন : আরও ৯ হাজার কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা