রাঙ্গামাটি প্রতিনিধি:রাঙ্গামাটি পিসিআর ল্যাবের সব কাজ শেষ হয়েছে।প্রস্তুত রয়েছে আগামী ৬ আগস্ট সকাল সাড়ে এগারোটায় আনুষ্ঠানিকভাবে ল্যাবের উদ্বোধন করবেন রাঙ্গামাটির দায়িত্বপ্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেপজা)’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, ল্যাবের সকল কাজ শেষ হয়েছে এবং আমরাও প্রস্তুত। তবে ৬ আগস্ট উদ্বোধন হলেও পরীক্ষা শুরু হবে আরও ২/৩ দিন পর। কারণ ৬ আগস্ট উদ্বোধনের পর বাহিরে থেকে আসা বিশেষ টিম আমাদের কর্মীদের ২দিনের হাতেকলমে একটি প্রশিক্ষণ কার্যক্রম চালাবেন। এরপরই আমরা আনুষ্ঠানিকভাবে কভিড-১৯ এর পরীক্ষা শুরু করব।
সিভিল সার্জন জানান, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেয়া ৬৯ লাখ টাকা বরাদ্দেই সব কাজ শেষ করা গেছে। এবং প্রাথমিকভাবে ল্যাবের নাম হবে ‘রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব’।