প্রত্যয় নিউজ ডেস্কঃ রাজধানী থেকে জেএমবি’র তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব- ৮। মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলো- পিরোজপুর জেলার জিহাদুল ইসলাম, ঢাকার মিরপুর এলাকার রাফী আহম্মেদ ভূইয়া ও মোহাম্মদপুর এলাকার আল আমিন।
তারা জেএমবি’র সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। জঙ্গিবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
ডিপিআর/ জাহিরুল মিলন