সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী ব্যুরোঃ করোনাভাইরাস থেকে জনগণকে রক্ষা করতে দেশব্যাপি লকডাউন চলছে। এর মধ্যে ৬৩টি জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগি পাওয়া গেছে। সংক্রমণ ঠেকাতে সারা দেশের ন্যায় রাজশাহীকেও লকডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসন। ফলে বন্ধ রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সব ধরনের যাববাহন ও উন্নয়নমূলক কার্যক্রম। এতে করে খেটে খাওয়া মানুষের ঘরে দেখা দিয়েছে খাদ্য ও নগদ অর্থের সংকট।এই খেটে খাওয়া মানুষের মুখে একটু খাবার তুলে দিতে।
এসোসিয়েসন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এবং অসহায় ও দরিদ্রদের মধ্যে আজ শনিবার দুপুরের খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করা হয়। এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মাদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন ও এ্যাব রাজশাহীর আহবায়ক প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন।
এছাড়াও অন্যদের মধ্যে এ্যাব রাজশাহীর যুগ্ম আহবায়ক প্রফেসর ড. সৈয়দ আব্দুল মফিজ ও প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা ও এ্যাব সদস্য প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার উপস্থিত ছিলেন । খাদ্য সামগ্রী দরিদ্রদের বাড়ি বাড়ি পৌঁছে দেবার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক টিমের নেতৃত্বে প্রদান করছেন এ্যাব সদস্য প্রকৌশলী কাজী সালেহ আহসান।
মাসব্যাপী এই কার্যক্রমের সার্বিক তত্বাবধান করছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রুয়েট এর সভাপতি ও এ্যাব রাজশাহী ইউনিটের আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক।আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দে জামানী সুমন ও রাজশাহী সিনটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন। উল্লেখ্য ১ম দফায় প্রতি পরিবার পাবে ৫কেজি চাল, ২কেজি আটা, ৩কেজি আলু, ১ কেজি পিয়াজ, সয়াবিন তেল ১লিটার, ১কেজি মশুর ডাল, ১কেজি লবন, ১ প্যাকেট সেমাই, ১কেজি চিনি ও ২টি সাবান। এক সাথে প্যাকেট করে রাজশাহী শহরের স্বল্প ও নিম্ন আয়ের ১২৫টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়।