রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর কাঁঠালবাড়িয়া এলাকার ‘রাধার ভিটা’ কবরস্থানে দুটি মাটির মটকা পাওয়া গেছে। এর মধ্যে একটি বড়, অন্যটি ছোট। আজ বুধবার সকালে পাওয়া মটকা দুটির ভেতরে গুপ্তধন রয়েছে ভেবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, আজ বুধবার সকালে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ লোকজন নিয়ে কবরস্থানের সংস্কারকাজ করছিলেন। এ সময় মাটির নিচে দুটি মাটির তৈরি মটকা পাওয়া যায়। এরপর চেয়ারম্যান পুলিশে খবর দেন।
ওসি আরো বলেন, এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ কথিত গুপ্তধনের মটকা দুটি দেখতে ভিড় জমায়। সবার উপস্থিতিতেই মটকা দুটি থেকে মাটি বের করা হয়। এ সময় বড় পাত্রটি ভেঙে যায়। আর ছোটটি আগে থেকেই ভাঙা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাত্র দুটি অনেক পুরোনো। কোনো এক সময় মাটির নিচে চাপা পড়েছিল। যা দেখে সবাই এর মধ্যে গুপ্তধন রয়েছে বলে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। পরে খালি পাত্র দেখে নিরাশ হয়ে যে যার বাড়ি ফিরে যায় বলে জানান কাশিয়াডাঙ্গা থানার এই পুলিশ কর্মকর্তা।