সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী জেলায় আরও চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে নমুনা পরীক্ষায় মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের করোনা শনাক্ত হয়।মঙ্গলবার রাতে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি এই কোভিড-১৯ রোগিদের সম্পর্কে কিছু জানাতে চাননি। তাদের বাড়ি কোথায় সেটাও জানাননি। তিনি বলেন, ‘আমি শুনলাম ঢাকায় পরীক্ষায় রাজশাহীর চারজনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি সিভিল সার্জনকেও জানানো হয়েছে। তিনিই এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন।’
কথা বলতে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। গত ২০ এপ্রিল পর্যন্ত মোট আটজন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। ২৬ এপ্রিল সন্ধ্যায় আরও একজন বৃদ্ধের করোনা শনাক্ত হয়। আর এ দিনই সকালে রাজশাহীর সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সী এক করোনা রোগী মারা যায়। জেলায় এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ জন।