দৈনিক প্রত্যয় ডেস্কঃ রাজশাহীতে টানা সাতদিন করোনাভাইরাস সংক্রমিত কোনো রোগী পাওয়া যায়নি। গত সোমবার থেকে জেলায় আক্রান্তের সংখ্যা ১৭ জন রয়েছে।
রোববার দুপুরের দিকে জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক এতথ্য জানিয়েছে।
গত সোমবার সর্বশেষ জেলার তানোর থানার এক পুলিশ কনস্টেবলসহ দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় আক্রান্তের সংখ্যাটি হয়েছে ১৭। রোববার দিনও সংখ্যাটি আগের মতোই আছে।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে শনিবার ১২৩ টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া গেছে। ফলে সেদিনও কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। রাজশাহী বিভাগে শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৭ জন।
গত ১ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। গোটা রাজশাহী বিভাগের মধ্যে এখানেই প্রথম শনাক্ত হন কোনো ব্যক্তি। এরপর সোমবার পর্যন্ত জেলায় ১৭ জন শনাক্ত হন। মারা গেছেন একজন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধের বাড়ি ছিলো জেলার বাঘা উপজেলায়। মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার পরে নেগেটিভ এসেছিল। এখন জেলার পুঠিয়া উপজেলায় ৫ জন, দুর্গাপুরে ২ জন, বাগমারায় ১ জন, মোহনপুরে ৪ জন, তানোরে ৩ জন এবং পবায় ১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। রাজশাহী মহানগর এখনও করোনামুক্ত।
এদিকে, রাজশাহীতে সকাল বড় বড় সব মার্কেট বন্ধ রয়েছে। তবে ঈদের কেনা-কাটা করতে ঘর থেকে বেড়িয়েছে সাধারণ মানুষ। সরকারি নিদেশনা অনুযায়ী সকাল থেকে সব ধরনের বাজার, শপিংমল খোলার কথা। কিন্ত গত রাতে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও ব্যবসায়ী নেতারা করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শহরের দোকানপাট-মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
ডিপিআর/ জাহিরুল মিলন