সেলিম সানোয়ার পলাশ, রাজশাহীঃ সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীর তানোর থানা পুলিশের ভূমিকা প্রশংসনীয়। বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় তানোর থানা পুলিশ বদলে গেছে। মানবতার দুয়ারে দাঁড়িয়ে এই বাহিনী মানব সেবার পাশাপাশি নিজেদের বেতনের টাকা দিয়ে খাদ্য সামগ্রী উপহার দিচ্ছেন ইমাম মোয়াজ্জেম ও কর্মহীন মানুষের মাঝে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম ও মোয়াজ্জেমদের মাঝে নিত্যপ্রোয়জনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় ইমাম ও মোয়াজ্জেমদেরকে করোনোর প্রাদুর্ভাব নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রচার-প্রচারণা চালিয়ে যাবার আহ্বান জানান ওসি। এতে উপস্থিত ছিলেন থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. আনোয়ার হোসেন, এএসআই মো. রেজাউল ইসলামসহ পুলিশ সদস্যরা।