স্টাফ রিপোর্টারঃ রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি গঠন হয়েছে। সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আলহাজ¦ আনছার আলীকে সভাপতি ও বগুড়া জেলা মোটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলালকে সি: সহসভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার সি: যুগ্ম সম্পাদক করে এই যৌথ কমিটি ঘোষনা করা হয়।
সরকারী নির্দেশনা মেনে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলের আহবান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি। একই সাথে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবী জানিয়েছেন তারা। বুধবার বগুড়ায় দিনব্যাপি জরুরী সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। এতে রাজশাহী বিভাগের সকল জেলার পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
সভায় বক্তারা বলেন, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি মালিক শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জনগনের কল্যানে ও দেশের উন্নয়নে পরিবহন মালিক-শ্রমিক সর্বদা কাজ করে আসছে। বক্তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন এগিয়ে নেয়ার আহবান জানান।