আবহাওয়া: রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে ফের বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এখন আর বৃষ্টি নেই। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। আগামী কয়েকদিন সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল থেকে ঢাকার আকাশে ঝলমলে রোদ। একদিনের ব্যবধানে ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমেছে। শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শনিবার সকালে তা কমে হয়েছে ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী দুদিনও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সোমবার রাতের তাপমাত্রা বাড়তে পারে। একই সঙ্গে আগামী পাঁচদিনেও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ডে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।