বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর প্রাণকেন্দ্র মহাখালী আমতলী গুলশান-১ সংযোগ সড়কে ওয়্যারলেস গেইট পর্যন্ত সড়কে রাতে বাতি জ্বলে না। এছাড়া কিছুদিন আগে সংস্কার করা এই সড়ক এরমধ্যেই ভেঙেচুরে গেছে। জায়গায় জায়গায় গর্ত হয়ে সড়কের বেহাল দশা। উক্ত সড়কে সদ্য নির্মিত ড্রেনের লোহার কিছু ঢাকনা অল্প দিনেই উধাও হয়ে গেছে। এবং ড্রেনের স্ল্যাবগুলো ভেঙেচুরে যাচ্ছে।
রাতের অন্ধকারে নিজস্ব বাতির আলোতেই ব্যস্ততম এই সড়কে যান চলাচল করছে দীর্ঘ দিন ধরে। শুধু সড়কেই নয়, মহাখালী ফ্লাইওভারেও অধিকাংশ বাতি জ্বলে না।
শুক্রবার (২৫ আগষ্ট) রাতে সরেজমিনে দেখা যায়, আমতলী-গুলশান ১ পুরো সড়ক অন্ধকারে। এই অংশে সড়কের বাতি নিভানো। এছাড়া সদ্য সংস্কার করা সড়কের পুরো অংশ জুড়েই ভাঙাচোরা ও গর্তে ভরা। পুরোনো সড়কের উপর কোনরকম পিচ ঢালাই দেওয়ায় অল্প দিনেই বেহাল দশা হয়েছে।
এর ফলে দ্রুত গতিতে যানবাহন চলতে না পারায় দিনের বেলায় ব্যস্ততম এই সড়ক স্থবির হয়ে পড়ে। রাতে চাপ কম থাকলেও রাস্তা ভাঙাচোরা অন্ধকার থাকায় ধীর গতিতে যানবাহন চলতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, এই সড়কের সংস্কার কাজে ভয়াবহ দুর্নীতি হয়েছে। এমন গুরুত্বপূর্ণ সড়কে এতো নিম্নমানের কাজ মেনে নেওয়া যায় না। সড়কের পাশে নতুন করে চওড়া ফুটপাত নির্মাণ করা হয়েছে যার কোনো প্রয়োজনীয়তা নেই। ফুটপাতে ব্যবহার করা হয়েছে খুবই নিম্নমানের ইট, বালু, সিমেন্ট। যে কারণে এখনি ফুটপাতের ইট খুলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আবার নতুন রাস্তা বিভিন্ন সংস্থা তাদের ইচ্ছে মতো খোঁড়াখুঁড়ি করে এভাবেই ফেলে রাখছে। রাতের বেলা সড়কে লাইট নিভানো থাকায় অন্ধকারে প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে।