আল ইসলাম যে ভৌগোলিক এলাকায় আবির্ভূত হয়েছিলো সেখানকার মুয়াজ্জিনরা আযান-এ কিছুটা পরিবর্তন এনে ‘হাইয়া আলাস সালাহ’ (নামাজের জন্য এসো) এর জায়গায় ‘আস সালাতু ফি বুয়ুতিকুম’ (ঘরে নামাজ আদায় কর) উচ্চারণ করছেন। বাস্তবনিষ্টতা ইসলামের একটি বড় বৈশিষ্ট্য যেখানে ইহলৌকিক ও পারলৌকিক দু’ধরনের কল্যাণকেই গুরুত্ব দেয়া হয়েছে। রাসুলুল্লাহ (সাঃ) অনুমোদন করেছেন, ক্ষেত্রবিশেষে মসজিদে না এসেও সালাত আদায় করা যাবে।
পবিত্র জুমা আর তারাবীর সালাত সব সময়েই জামাতে আদায় করতে অপেক্ষা করে থেকেছি। তবে, কোভিড-১৯ এর কারণে এখন বাসায় সব সালাত আদায় করতে হচ্ছে। সমাজ, পরিবার ও নিজের মঙ্গলের জন্যে এই ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখার বিকল্প নেই আপাতত।
ইনশাআল্লাহ, আমাদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে তাড়াতাড়িই আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আল আমিন যেন মানবজাতিকে এই বিপদ থেকে রক্ষা করেন।
লেখক: