1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

রাস্তায় গিয়ে পড়ল জাদেজার ছক্কা

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১৭৩ Time View

প্রত্যয় নিউজডেস্ক: করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসরে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি নেই। তবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ম্যাচগুলোতে মাঠের বাইরে থাকা দর্শক বা পথচারীদের জন্য প্রায় নিয়মিতই থাকছে বিশেষ চমক।

শারজাহর মাঠটি পুরোটা একদম শহরের ব্যস্ত রাস্তার ঠিক পাশেই। মাঠের দৈর্ঘ্যও একপাশ দিয়ে বেশ ছোট। যার ফলে ঐ পাশ দিয়ে মাঝারি আকারের ছক্কা হাঁকালেও সেটি গিয়ে পড়ে সোজা রাস্তায়। আর সেখানে থাকা দর্শক বা পথচারীরা পেয়ে যান ছক্কায় আসা সেই বলের দেখা।

সাধারণত মাঠের বাইরে যাওয়া এসব বল খুব দ্রুতই আবার মাঠে চলে আসে। কিন্তু শনিবার রাতে ঘটল উল্টোটা। চেন্নাই সুপার কিংসের বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ছক্কার মারে বল গিয়ে পড়ল রাস্তায়, কিন্তু আর ফেরত এলো না। কেননা এক পথচারী পালিয়ে গেছেন সেই ছক্কার বলটি নিয়ে।

ঘটনাটি ঘটেছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিট্যালসের মধ্যকার শনিবারের ম্যাচের প্রথম ইনিংসের সময়। চেন্নাইয়ের ইনিংসের ১৮তম ওভারে বোলিং করছিলেন দিল্লির পেসার তুষার দেশপান্ডে। সেই ওভারের পঞ্চম বলে স্ট্রাইকে ছিলে ৪ বলে ৩ রান করা জাদেজা।

দেশপান্ডের করা সেই বলটি ছিল লেগস্টাম্পের বাইরে জাদেজার পায়ের ওপর, অবলীলায় সেটিকে ডিপ স্কয়ার লেগ বাউন্ডারি দিয়ে ছক্কা মেরে দেন জাদেজা। ঐ পাশ দিয়েই বাউন্ডারির দৈর্ঘ্য ছিল ছোট। যার ফলে মাত্র ৭৯ মিটারের ছক্কাটিই চলে যায় মাঠের বাইরে।

তখনই ঘটে অদ্ভুত কাণ্ডটি। সাধারণত বল মাঠের বাইরে দর্শক বা পথচারীরা সেটি আবার মাঠে পাঠিয়ে দেন। যেমনটা হয়েছিল কয়েকদিন আগে এবি ডি ভিলিয়ার্সের বেলায়। কিন্তু জাদেজার ভাগ্য হয়তো অতোটা সুপ্রসন্ন ছিল না। তাই রাস্তায় যাওয়া সেই বলটি কুড়িয়ে নিয়ে উল্টো পথে দৌড় দেন এক পথচারী।

সেই বল আর ফেরত পাওয়া যায়নি। তাই বলে থেমে যায়নি জাদেজার ছক্কার মার। সেই ছক্কার পর আরও তিনবার সরাসরি উড়িয়ে বলকে সীমানা ছাড়া করেন চেন্নাইয়ের এ অলরাউন্ডার। দলকে ১৭৯ রানের সংগ্রহ এনে দেয়ার পথে ১৩ বলে ৪ ছক্কার মারে ৩৩ রানে অপরাজিত থাকে জাদেজা।

পরে অবশ্য ম্যাচটি জিততে পারেনি চেন্নাই। শেষ ওভারে গিয়ে হেরেছে তারা। এ পরাজয়ের কিছুটা দায় নিতে হবে জাদেজাকেও। কেননা শেষ ওভারে দিল্লির জয়ে জন্য প্রয়োজন ছিলো ১৭ রান। সেই ওভারে বোলিং করতে এসে ৫ বলে ২২ রান দিয়ে বসেন জাদেজা। যার সুবাদে এক বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় দিল্লি।

ব্যাট হাতে ১৩ বলে ৩৩ রান করা জাদেজা, বল হাতে মাত্র ১.৫ ওভার অর্থাৎ ১৩ বলে খরচ করেন ৩৫ রান। এমন পারফরম্যান্সের পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়ার শিকার জাদেজা। অনেকে বাহবা দিচ্ছেন বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য। অনেকে আবার বলছেন, ব্যাটসম্যান জাদেজাক ২ রানে হারিয়ে দিয়েছেন বোলার জাদেজা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..