1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

রিকশাচালককে মারধর করা সেই নারী আইনজীবীকে শোকজ

  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৯৪ Time View

ওয়েব ডেস্ক: যশোরে আইনজীবীদের পোশাক কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত আইনজীবী আরতি রানী ঘোষকে কারণ দর্শাতে বলা (শোকজ) হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকালে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা সই করা নোটিশটি আরতি রানীর বাড়িতে পাঠানো হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী গাউন পরা অবস্থায় একজন রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। এ বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী আরতি রানী ঘোষ শহরের আম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের স্ত্রী।

রোববার (৭ মে) সকালে যশোর আদালতের সামনে শেখ মুজিবুর রহমান সড়কে (মুজিব সড়ক) নারী আইনজীবী আরতি রানী ঘোষ এক রিকশাচালককে মারধর করেন। মারধরের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

৬ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরা নারী আইনজীবী আরতি রানী ঘোষ রিকশাচালককে জামার কলার ধরে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। মারতে মারতে তাকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন। রিকশাচালককে পৌরসভায় নিয়ে গিয়ে লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে দেখা যায়। এসময় রিকশাচালক হাত উঁচু করে মাফ চান। এতে ওই নারী আইনজীবীর মন গলতে দেখা যায়নি। বরং তিনি আরও চড়াও হয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন। এসময় সড়কের পথচারীরা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

ভিডিওতে অপর এক পথচারীর মুখে শোনা যায়, ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এসময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।

মারপিটের বিষয়ে আইনজীবী আরতি রানী ঘোষ তাৎক্ষণিকভাবে দাবি করেন, তিনি আদালত থেকে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন। উত্তেজিত হয়ে তিনি এ কাজ করেছেন বলে দাবি করেন।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক বলেন, আরতি রানী ঘোষ যে ঘটনাটি ঘটিয়েছেন তা আইনজীবী সমিতির গঠনতন্ত্র পরিপন্থি। এ কারণে তাকে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে আইনজীবী আরতি রানী ঘোষের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..