স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের সবশেষ আইসিসি শিরোপা এসেছিল উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদের হাত ধরে। তবে ২০১৭ সালের সেই শিরোপার পর থেকেই ফর্ম পড়তে থাকে অভিজ্ঞ এই খেলোয়াড়ের। একপর্যায়ে মোহাম্মদ রিজওয়ানের কাছে জায়গাও হারাতে হয়েছে তাকে। সম্প্রতি সেই রিজওয়ানকে সরিয়েই পাকিস্তানের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সরফরাজ।
গুঞ্জন আছে সরফরাজ আহমেদ ও মোহাম্মদ রিজওয়ানের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। দু’জনের মাঠের বাইরের সম্পর্ক নাকি একেবারেই ভালো না। যদিও এই বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন সরফরাজ। জানিয়েছেন, তাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা নেই।
দুজনের এই দ্বন্দের বিষয়টা সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি বলে মন্তব্য করেছেন সরফরাজ, ‘পাকিস্তানের বর্তমান দল অনেক ভালোভাবে সংঘবদ্ধ। প্রত্যেক খেলোয়াড়ের মধ্যেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে কোনো রেষারেষি নেই। আমার এবং রিজওয়ানের মধ্যেও কোনো ঝামেলা নেই।’
‘সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এই ঘৃণার কথা ছড়িয়েছে। তাদের জীবনে কোনো কিছু করার নেই। এ কারণেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে এবং অপ্রয়োজনীয় সব কিছু লিখে।’- যোগ করেন সরফরাজ।
কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে এক সঙ্গে খেলেছেন সরফরাজ ও রিজওয়ান। দ্বিতীয় টেস্টে সরফরাজ মাথায় আঘাত পাওয়ার পর কনকাশন সাব হিসেবে নেমেছিলেন রিজওয়ান।
দলের বর্তমান অধিনায়ক বাবর আজমকে নিয়েও কথা বলেছেন সরফরাজ। সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের সঙ্গে অনেকেই ভারতীয় ব্যাটার বিরাট কোহলির তুলনা করে থাকেন। তবে এখনই বাবরের সঙ্গে ভিরাটের তুলনার কোনো সুযোগ নেই বলে মনে করেন এই পাকিস্তানি উইকেটরক্ষক।
তবে কোহলির মতো লম্বা হলে তাদের দুজনের তুলনা করা যাবে বলে মনে করেন সরফরাজ, ‘বাবর আজমকে ছেড়ে দিন। তার এবং বিরাটের মধ্যে কোনো তুলনা নেই। বিরাট ক্রিকেট খেলতে সর্বশেষ ১৪-১৫ বছর ধরে। বাবর অভিষেক করেছে ২০১৫ সালে। অপেক্ষা করতে হবে এবং কোহলির সমান ক্যারিয়ার হলে তখন তুলনা হবে তাদের।’