রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় রাতের আঁধারে কৃষি জমির মাটি চুরি করার সময় বাঁধা দিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ মে মঙ্গলবার রাতে ১০-১২ সদস্যের এক দল সন্ত্রাসীরা দা, ছেন, চাইনিছ কুড়াল, চাপাতিসহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে গোলাকান্দাইল এলাকার মোঃ রুস্তম আলী সিকদারের ছেলে কৃষক আলমগীর সিকদারের বাড়িতে এ হামলা চালায়।
হামলাকারীরা বসত ঘরের দরজা জানালা ভাংচুর করে জোরপূর্বক ঘরের ভিতর প্রবেশ করে ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে। সন্ত্রাসীরা ওয়াড্রপে রক্ষিত নগদ ৫ লক্ষ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এসময় আলমগীর হোসেন তাদেরকে বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাথারীভাবে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুৃটে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্বার করে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় কৃষকের ৮ লাখ ৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়।
এ ঘটনায় কৃষক আলমগীর হোসেন বাদী হয়ে গোলাকান্দাইল এলাকার নজরুল ইসলামের ছেলে জিপু (৩২), মিছির আলীর ছেলে মাসুম (৩১), মৃত জলিল মিয়ার ছেলে মাহাবুব মিয়া (৩৫) ও অজ্ঞত আরো ১০-১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন , মাটি কাটার ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।