নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধি,মাছুম মিয়া: একুশে ফেব্রুয়ারি মানে বিশ্বে মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন।
রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার প্রথম প্রহরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং সর্বস্তরের জনগণ উপজেলা প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি দলটির সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদীন চৌধুরীর নেতৃত্বে জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন৷ এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ফিরোজ মাহমুদ মঙ্গল, তোফাজ্জল হোসেন, নাজির হোসেন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মিন্টু, জাতীয় পার্টি নেতা আব্দুর রাজ্জাক, মোঃ বাবুল খান, খোকন মিয়া মোঃ বিল্লাল প্রমুখ এবং জাতীয় পার্টি কায়েতপাড়া ইইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস আলী মেম্বার, খোরশেদ আলমসহ আরও অনেকে।