রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগগঞ্জ উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সোমবার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুর রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভী ফেরদৌস, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আল আমিন, মেডিকেল অফিসার এমসিএইচএফপি ডাঃ শরীফ ওয়াশিমা, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ ইলিয়াছ মোল্লা, জাকির হোসেন বাদল, শাহনিন সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির গ্রহণের হার আগের চেয়ে কিছু বৃদ্ধি পেয়েছে। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি আরও বাড়াতে হবে । সব সক্ষম দম্পতির উচিত যে কোনো একটি কার্যকর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা।