রেল ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে কাজ করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। শুক্রবার (১২ মার্চ) রাজশাহীর রেল ভবন ও রেল স্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘ধীরে ধীরে প্রতিটি রেল লাইন ডাবল করা হবে। কোনো ট্রেনকে অপেক্ষা করতে হবে না। একদিকে ট্রেন যাবে, আরেক দিকে আসবে। ভবিষ্যতে ট্রেন চলবে ১২০ কিলোমিটার গতিতে। এর নিচে যেনো না নামতে হয় সেই লক্ষ্যে আমরা রেলপথকে সাজাচ্ছি।’
তিনি বলেন, ‘খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেললাইন ডাবল করতে ডিপিপি তৈরি কাজ চলছে। জয়দেপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন করার কাজ চলছে। এদিকে যমুনা নদীর উপর ডুয়েল গেজ ডাবল লাইন ব্রিজ হচ্ছে, সেই ব্রিজের উপর দিয়ে ১০০ কিলোমিটার মিটারগেজ ও ১২০ কিলোমিটার ব্রডগেজ গতি নিয়ে চলাচল করতে পারবে ট্রেন।’
মো. নুরুল ইসলাম সুজন বলেন, ‘আপনারা রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন চান, সেটি শোনার জন্যই এখানে এসেছি। আপনাদের দাবির কথা শুনছি। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ইতোমধ্যে ডিও প্রদান করেছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’
এসময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের ওপেন লাইন শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।