ধর্ম ডেস্ক: প্রশ্ন : রোজা অবস্থায় যদি কেউ প্রস্রাবের রাস্তায় ওষুধ ব্যবহার করে, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে?
উত্তর : পুরুষের প্রস্রাবের রাস্তা ও নারীদের লজ্জাস্থানে ওষুধ ইত্যাদি ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। তেমনিভাবে পুরুষের প্রস্রাবের রাস্তা দিয়ে বা নারীদের লজ্জাস্থানে কোনো ওষুধ ভেতরে প্রবেশ করালেও রোজা ভঙ্গ হবে না। কেননা, সেখান থেকে এমন কোনো স্থানে তা পৌঁছে না, যেখানে পৌঁছালে রোজা ভেঙে যায়।
বরং মূত্রনালি বা জরায়ু তথা গর্ভাশয়ে পৌঁছে মাত্র। আর মূত্রনালি বা গর্ভাশয় রোজা ভঙ্গের গ্রহণযোগ্য খালি জায়গা নয়। তাই রোজা নষ্ট হবে না।
(আল মালাকাতুল ফিকহিয়্যা : ১/১১৪-১১৫)।