1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

রোনালদো-মানেতেও ভাগ্য ফেরেনি আল-নাসরের

  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক: দলে রীতিমত তারকার হাট বসিয়েছে সৌদি আরবের ক্লাব আল-নাসর। সময়ের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ান রোনালদো তো বটেই, দলে আছেন গেলবারের ব্যালন ডি’অর রানারআপ সাদিও মানে। সেইসঙ্গে অ্যালেক্স টেলেস, মার্সেল ব্রোজোভিচরাও ছিলেন মাঠে। সবমিলিয়ে তারকার হাট শব্দটা বাড়াবাড়ি নয় আল-নাসরের জন্য। 

কিন্তু, কিসের কি! মাঠের খেলায় তেমন দুরন্ত আল-নাসরের দেখা পাওয়া ছিল কষ্টকর। প্রথম ম্যাচে রোনালদো ছিলেন না, আল-নাসর দেখেছে হারের মুখ। আর এবার রোনালদো নিয়েই হারতে হয়েছে হলুদ জার্সিধারীদের। সৌদি প্রো লিগের ম্যাচে আল-তাউনের কাছে আল-নাসর হারল ২-০ গোলে।

ঘরের মাঠে রোনালদো, মানে, আন্দ্রেসন তালিসকা এবং মার্সেলো ব্রজোভিচদের নিয়েই দল সাজিয়েছিল আল-নাসর। লিগে প্রথম ম্যাচ হারলেও ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল তারা। তবে  প্রতিপক্ষ আল-তাউনের পরিকল্পনা ছিল একেবারেই অন্যরকম। রক্ষণ সুদৃঢ় রেখে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলের ওপর ভরসা ছিল তাদের। আর অতি আক্রমণাত্মক আল-নাসর এখানেই হারিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ।

গোলমুখেও অনেক বেশি সফল ছিল সফরকারীরা। আল নাসর ৬১ শতাংশ বলের দখল রেখে শট নেয় ২৪টি; যার ৫টি লক্ষ্যে থাকলেও গোল হয়নি। অন্যদিকে আল-তাউনের ৮ টি শটের ৬ টিই ছিল লক্ষ্যে।

এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের শক্ত ডিফেন্সের উপর ভরসা রেখে খেলতে থাকে আল-তাউন। খেলার ধারার বিপরীতে ম্যাচের ২০ মিনিটেই লেয়ান্দ্রো তাওয়াম্বার গোলে লিড নেয় দলটি। আর ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে নিজেদের দ্বিতীয় গোল আসে আহমেদ বাহউসাইনের কাছ থেকে। লিগে এটি তাউনের প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আল ফাতেহর সঙ্গে ১-১ গোলে ড্র করে ক্লাবটি।

এই জয়ের পর লিগে ১৫তম স্থানে আছে রোনালদোর আল-নাসর। অন্যদিকে এক জয় আর এক ড্র নিয়ে তালিকার ৪র্থ স্থানে আছে আল-তাউন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..