দৈনিক প্রত্যয় ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০টির বেশি দোকানপাট এবং প্রায় তিন শতাধিক বসতঘর পুড়ে গেছে। ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন রোহিঙ্গা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমদাদুল হক জানান, সকাল সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আকস্মিক অগ্নিকাণ্ড ঘটে। এতে মুহূর্তের মধ্যে স্থানীয় স্টেশনের দোকানপাট ও আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ক্যাম্পের স্টেশনস্থ এলপিজি গ্যাস সিলিন্ডারের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে রোহিঙ্গারা।
এদিকে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছুদ্দৌজা জানান, অগ্নিকাণ্ডের কারণ জানতে সংশ্লিষ্টরা খোঁজ খবর নিচ্ছে এবং ক্ষয়ক্ষতি পরিমাপ করা হচ্ছে। প্রাথমিকভাবে ৩১২টি ঘর ও ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়াও ৫০টি ঘর আংশিক পুড়ে গেছে। ঘটনায় আহতদের রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডিপিআর/ জাহিরুল মিলন