স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে শুক্রবার অভিষেক ঘটে বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিবের। আর নিজের শুরুটাও রঙিন করে রেখেছেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে দেন সাকিব।
শুরুতে রোহিতকে ফেরানোর পর সাকিব ফিরিয়েছেন ভারতীয় আরেক ব্যাটার তিলক ভার্মাকে। পুরো ম্যাচে ৭ ওভার ৫ বলে ৩২ রানের খরচায় এই পেসার তুলে নিয়েছেন ২ উইকেট। শেষ ওভারে বাংলাদেশ দলের জয় নিশ্চিত হয় সাকিবের বলেই। পরবর্তীতে ম্যাচ শেষে তরুণ এই পেসার জানিয়েছেন রোহিতের উইকেট ছিল তার কাছে স্বপ্নের মতো।
ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলছিলেন, ‘রোহিত ভাইয়ের উইকেটটা ছিল আমার কাছে স্বপ্নের উইকেট। আমার ক্যারিয়ারের প্রথম উইকেট। আমি কেবল বল ঠিক লাইন ও লেন্থে করায় মনোযোগ দিয়েছি। এটা ঠিক রাখার চেষ্টা করেছি। এজন্য আমি তাড়াতাড়ি সাফল্য পেয়েছি।’
ম্যাচের প্রথম ওভারের সঙ্গে শেষ ওভার করার দায়িত্বও পান সাকিব। সবকিছু বেশ সাফল্যের সঙ্গেই সামলে নেন এই পেসার, ‘আমি সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকি লম্বা স্পেল করার জন্য। অনুশীলনেও নিজেকে ওভাবেই তৈরি করি।’
এছাড়া শেষ ওভারে বল করার অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘ওই বলে আমি আবার স্লোয়ার দেওয়ার চিন্তা করেছিলাম। কিন্তু এটা খুব কাছাকাছি ম্যাচ ছিল, দুই বলে আট রান দরকার ছিল। আমার বিশ্বাস ছিল পারফেক্ট ইয়র্কার করতে পারব। সেটাই হয়েছে। আমরা দেশে ফিরে যাচ্ছি ভারতের বিপক্ষে বড় একটা জয় নিয়ে। আমার জন্য এটা খুবই ভালো অনুভূতি।’