স্পোর্টস ডেস্ক: হায়দরাবাদ টেস্টেই ইংল্যান্ড দলে অভিষেক হওয়ার কথা ছিল পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার শোয়েব বশিরের। কিন্তু ভারতের ভিসা পেতে দেরি হওয়ার কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি এই ডানহাতি অফস্পিনার। তবে দ্বিতীয় টেস্টে ঠিকই অভিষেক হয়ে গেছে শোয়েবের।
সুযোগ পেয়ে অভিষেক ম্যাচকে রঙ্গিনও করে তুললেন শোয়েব। বিশাখাপত্তমে পাঁচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা ভারতের বিপক্ষে ইংল্যান্ড দলকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন তিনি। ফেরালেন স্বাগতিক দলের অধিনায়ক রোহিত শর্মাকে। ৪০ রানে প্রথম উইকেট হারালো ভারত।
১৮তম ওভারের তৃতীয় বলে শোয়েবের সামান্য টার্ন করা বলটি ফ্লিক করে খেলতে অলি পোপের হাতে ক্যাচ তুলে দেন রোহিত। সহজচ ক্যাচ লুপে নিতে ভুল করেননি পোপ। ততক্ষণে শোয়েবের গর্জন শুরু। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম উইকেট শিকারের আনন্দে আত্মহারা শোয়েব করলেন দুর্দান্ত উদযাপন।
এর আগে কেবল ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন শোয়েব। শিকার করেছেন ১০ উইকেট। টেস্ট খেলায় এত কম অভিজ্ঞ ক্রিকেটারকে দারুণ সুযোগ দিয়েছে ইংল্যান্ড। তবে সুযোগ পেয়ে তা কাজে লাগানো শুরু করেছেন ২০ বছর বয়সী তরুণ ক্রিকেটার।
এর আগে ভিসা জটিলতায় পড়ে দলের সঙ্গে ভারত আসতে পারেননি শোয়েব। ভিসা চূড়ান্ত করতে আরব আমিরাত থেকে যেতে হয়েছে যুক্তরাজ্যে। অবশেষে ভিসা পেয়ে ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তান বংশোদ্ভুত তারকা ক্রিকেটার।