দৈনিক প্রত্যয় ডেস্কঃ গাজীপুর মহানগরীর পুবাইলে র্যাবের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ রবিউল ইসলাম ওরফে রবু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তাকে হত্যা মামলার আসামি ও মাদক কারবারি বলে দাবি করেছে র্যাব।
রোববার রাতে নগরীর পুবাইল থানার সাতপোয়া এলাকায় কথিত এ গোলাগুলির ঘটনা ঘটে।
র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, ওই এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক কারবারি মাদক বেচাকেনা করছে এমন খবরের ভিত্তিতে র্যাব অভিযান চালায়।
এ সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে হত্যা মামলার আসামি ও এলাকার চিহ্নিত মাদক কারবারি রবিউল ইসলাম ওরফে রবু গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় র্যাবের একজন সদস্য আহত হয়েছেন বলেও র্যাব জানিয়েছে।
পরে ঘটনাস্থল থেকে র্যাব দুইটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।
দৈনিক প্রত্যয়/ জাতীয়/ জাহিরুল মিলন