বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় লকডাউনের মধ্যে ঘর থেকে বাইরে বের হওয়ায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। নিহত যুবকের নাম জোসেফ পেসু। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) নাইজেরিয়ার দক্ষিণের রাজ্য ডেলটার ওয়ারি শহরে স্থানীয় বাসিন্দা কে গুলি করে হত্যা করে সেনা সদস্যরা।
নাইজেরিয়ার যে শহরে এ ঘটনা ঘটেছে সেই ডেলটার ওয়ারি শহরেও লকডাউন চলছিল। লকডাউনের কড়াকড়ির ব্যাপারে জানানো হয় নাগরিকদের। কিন্তু এর মাঝেও বাড়ি থেকে বের হওয়ায় জোসেফ পেসুক গুলি করে হত্যা করা হয়েছে।
ডেলটার ওয়ারি শহরের মুখপাত্র ওনোম ওনোওয়াকপোয়েইইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি ঘটনার পর তরুণরা বিক্ষোভ করেছে। তারা রাস্তায় আগুন জ্বালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’