ওয়েব ডেস্ক: বরগুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভার বক্তব্যে খেলাফত মজলিসের বেতাগী উপজেলার সভাপতি ক্বারি মাওলানা মো. বশির উল্লাহ জিহাদি বলেছেন, প্রত্যেকটা সেন্টারে (ভোটকেন্দ্র) আপনারা এমনভাবে অবস্থান করবেন, বাঁশের লাঠি আর গাবের কচা নিয়ে প্রত্যেকটা সেন্টারকে এমনভাবে পাহারা দেবেন, জাল ভোট হতে যেন দিতে না পারে। প্রয়োজনবোধে আপনার আমার রক্তের বিনিময় হলেও সত্য ভোট দেব। সহিহ ভোট দেব, ইনশাআল্লাহ।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে বেতাগী উপজেলার মোকামিয়া বাজার সংলগ্ন এলাকায় বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ সুলতান আহমদের এক নির্বাচনী জনসভার বক্তব্যে তিনি এ কথা বলেন।
বশির উল্লাহ জিহাদি বলেন, আপনারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। জাল ভোট চলবে না। এমন একটি নির্বাচন হবে কখনো মানুষ তা চিন্তাও করেনি আর করবেও না। আপনারা নির্দ্বিধায় ভোট দেবেন ইনশাআল্লাহ।
জনসভায় উপস্থিত স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, ২৪ এর জুলাই আগস্টের পরে এই বাংলাদেশ ভারতের দালালী থেকে মুক্তি হয়েছে। ভারতের গোলামী থেকে মুক্ত হয়েছে, ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়েছে। আগামী ১২ তারিখ বাংলাদেশে নির্বাচন হবে। এই নির্বাচনে আপনার আমার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনার আমার মূল্যবান ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাতে হবে। এমন একটি লোককে আপনারা নির্বাচন করবেন, যে জীবনে কোনো অন্যায় করেনি।
মো. বশির উল্লাহ জিহাদি আরও বলেন, এ বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় সে সম্পর্কে আমি অবগত ছিলাম না। আগামীতে আর হবে না। বক্তব্যের মধ্যে ওই কাথা বলাটা আমার ভুল হয়েছে। তবে যাতে কেউ জাল ভোট দিতে এবং সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে সে জন্য সবাইকে সতর্ক অবস্থায় থাকার কথা বোঝাতে চেয়েছি।