স্পোর্টস ডেস্ক: মেকশিফট ওপেনার হিসেবে আর খেলানোর প্রয়োজন হচ্ছে না মেহেদী হাসান মিরাজকে। বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচে লিটন দাসের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে আস্থার বেশ প্রতিদান দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। যে কারণে ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিমকে নিয়েই একাদশ গঠন করলো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
সে ক্ষেত্রে নিয়মিত ব্যাটিং অর্ডার থেকে উত্তরণ ঘটতে পারে মেহেদী হাসান মিরাজের। তাকে খেলানো হতে পারে চার নম্বরে। একাদশে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তার ব্যাটিং অর্ডার হতে পারে আট নম্বরে। সাকিব আল হাসান পাঁচে, মুশফিক ছয়ে, তাওহিদ হৃদয় সাতে এবং মাহমুদউল্লাহ আট নম্বরে।
অর্থ্যাৎ দেখেই বোঝা যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং গভীরতা অনেক। যেখানে মাহমুদউল্লাহকে ব্যাট করতে নামতে হবে আট নম্বরে। তবে এটা হবে যদি, মিরাজের ব্যাটিং অর্ডার এগিয়ে আনা হয়। তিন নম্বরে যথারীতি নাজমুল হোসেন শান্ত। সে সঙ্গে তিন পেসার নিয়েই খেলতে নামছে টাইগাররা। তাসকিন, শরিফুলের সঙ্গে পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, নাভিন-উল হক, ফজল হক ফারুকি।