স্পোর্টস ডেস্ক: মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩১৮ রানের জবাবে আগের দিনই বিপদে পড়েছিল পাকিস্তান। ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারীরা।
তৃতীয় দিনের সকালে ২৬৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৪২ আর লোয়ার অর্ডারের আমির জামাল ৩৩ এবং শাহিন শাহ আফ্রিদি করেন ২১ রান।
প্যাট কামিন্স ৫টি এবং নাথান লিয়ন নেন ৪টি উইকেট।
প্রথম ইনিংসে ৫৪ রানের লিড পায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই স্বাগতিকরা। শাহিন আফ্রিদি শুরুতেই চাপে ফেলেন অসিদের। এরপর তাতে যোগ দিয়েছেন মীর হামজা।
১৬ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারিয়েছে ৪ উইকেট। উসমান খাজা ০ আর মার্নাস লাবুশেন আফ্রিদির শিকার হয়ে ফিরেছেন ৪ করে। এরপর মির হামজা টানা দুই বলে বোল্ড করেছেন ডেভিড ওয়ার্নার (৬) আর ট্রাভিস হেডকে (০)।