সোহানুর রহমান সোহাগ: লন্ডনে এক জমকালো অনুষ্ঠান এর মধ্যদিয়ে শেষ হয়ে গেল সিলেটের গোলাপগঞ্জ বাসীদের উৎসব।দ্বিতীয়বারের মত গোলাপগঞ্জ উৎসবে এত লোকের সমাগম ছিল চোখে পরার মত যা জনস্রোত এ পরিনত হয়েছিল।সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলে নানা অনুষ্ঠান ।
যার মধ্যছিল কলেজগামী শিক্ষারথীদের অ্যাওর্য়াড বিতরন, গোলাপগঞ্জ এর কৃতী সন্তানদের পদক বিতরন ,শখের বাগানকারীদের পদক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
সাংস্কৃতিক অনুষ্ঠান এ ছিল পুঁথিপাঠ, আবৃত্তি, চিঠি পাঠ,গান ও নৃত্য।লন্ডনের জনপ্রিয় সব শিল্পীরা এ পর্বে অংশ নিয়েছেন।এবার নৃত্যশিলপী মোহাম্মদ দ্বীপ বাউল করিম শাহ্ এর বিখ্যাত ও বহুল জনপ্রিয় গান “ কোন মিস্তরী নাউ বানাইলো” লোক গানের সাথে লোকনৃত্য পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখলেন বিলাতের ও আন্তজাতীক পুরুস্কার প্রাপ্ত নৃত্যশিলপী মোহাম্মদ দ্বীপ ।
আয়োজকরা তার নৃত্যের প্রশংসা করেছেন। তাদের মধ্য বিশিষ্ট সাংবাদিক , লেখক, গবেষক ও সমাজ সেবক আনোয়ার শাজাহান এবং সমাজ সেবক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোঃআব্দুল বাছিত নৃত্যশিলপী কে আরো ভালো ভালো নৃত্য উপহার দেওয়ার জন্য বিপুল উৎসাহ দিয়েছেন।
পরিশেষে আয়োজকদের কৃতজ্ঞতা জানিয়েছন নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ ।