রাজধানীসহ দেশব্যাপী চলমান করোনা টিকাদান কর্মসূচির আওতায় শনিবার (১৩ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ২৭ হাজার ৪৩ জন ও নারী ৬৭ হাজার ৩২৮ জন।
এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন সাত লাখ ৩৬ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে পুরুষ পাঁচ লাখ ১৩ হাজার ৬২১ জন ও নারী দুই লাখ ২৩ হাজার ৫৯ জন।
এদিকে, টিকা নেয়ার পর গত ২৪ ঘণ্টায় ৩১ জনসহ মোট ৩৯৪ জন ব্যক্তি বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গের কথা জানিয়েছেন।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন (২৮ জানুয়ারি) রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও বিএসএমএমইউতে পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেয়া হয়।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে এক লাখ ৯৪ হাজার ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ হাজার ৯১৮ জন, চট্টগ্রাম বিভাগে এক লাখ ৭৮ হাজার ৫১২ জন, রাজশাহী বিভাগে ৮৫ হাজার ৭৩৮ জন এবং রংপুর বিভাগে ৬৯ হাজার ৯৯৮ জন টিকা নিয়েছেন।